নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। কারণ সরকার চাইলেই সুষ্ঠু ভোট হয়, না চাইলে নয়। এমন অবস্থা চলতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
রাজধানীর বনানীতে বুধবার রাজনৈতিক কার্যালয়ে দলের ঢাকা মহানগর দক্ষিণের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জি এম কাদের। সেখানেই তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকারি দলের নেতারা বলে বেড়ান নারায়ণগঞ্জে ভোট সুষ্ঠু হয়েছে। কিন্তু সারা দেশে ইউনিয়ন পরিষদের ভোট কেমন হয়েছে, তা তারা বলতে চান না। বিষয়টি এমন হয়েছে, সরকার যা চাইবে তাই হবে। তারা চাইলে ভোট সুষ্ঠু হবে, আর না চাইলে হবে না।
‘নির্বাচন এখন প্রহসন হয়ে গেছে। নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে।’
জাতীয় পার্টিকে এ সময়ের শক্তিশালী রাজনৈতিক দল দাবি করে তিনি বলেন, ‘দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তারা জাতীয় পার্টিকে আবারো রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।
‘আওয়ামী লীগ ও বিএনপির মর্যাদাসম্পন্ন নেতা-কর্মীরা এখন দলে দলে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। অনেকেই যোগাযোগ রাখছেন, তারাও জাতীয় পার্টিতে যোগ দেবেন।’
নির্বাচনি জোট সম্পর্কে জি এম কাদের বলেন, ‘কার সাথে জোট হবে, তা নির্বাচনের সময় দেখা যাবে। এখন শুধু নিজের দলকে শক্তিশালী করতে হবে। দুটি দলের সর্বোচ্চ অপপ্রচার হুসেইন মুহম্মদ এরশাদকে দেশের মানুষের অন্তর থেকে মুছে ফেলতে পারেনি। তিনি এখনো গণমানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে আছেন।’
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশের মানুষ জাতীয় পার্টির দিকে একবুক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। আগামী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে।’
মতবিনিময় সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, দলের চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব জসিম উদ্দীন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।