নেত্রকোণার কলমাকান্দায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হন।
নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুন্সী নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন শেরপুরের নকলা উপজেলার পোলাদেশি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার ছেলে জহিরুল ইসলাম সবুজ ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইনসান মিয়া।
তাদের মধ্যে জহিরুল নেত্রকোণা পুলিশ লাইন্সে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। আর আহত যুবকের নাম সুমন মিয়া। তার বাড়িও একই গ্রামে। তাকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত-নিহতরা একে অপরের বন্ধু।
স্থানীয়দের বরাতে সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী জানান, বুধবার সকালে ওই তিন বন্ধু কলমাকান্দার সীমান্ত এলাকায় ঘুরতে যান। বিকেলে লেংগুরা সাত শহীদের মাজার এলাকা থেকে ফেরার পথে ফুলবাড়ী এলাকায় একটি গাছের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।
এতে তিনজনই ছিটকে সড়কে পড়ে যান। জহিরুল ও ইনসান ঘটনাস্থলেই মারা যান। আর আহত সুমন মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে কলমাকন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, নিহতদের পরিবারের স্বজনদের খবর পাঠানো হয়েছে।