বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বব্যাপী সক্ষমতার জানান দিয়েছে বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:৫৮

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ওআইসি এবং আইসিওয়াইএফ-এর সম্মানজনক এ স্বীকৃতি আমাদের তরুণদের জন্য সম্ভাবনা, সমতা ও সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করে। কোভিড পরিস্থিতিতে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তের তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে বছরব্যাপী নানা বর্ণিল আয়োজন করে বাংলাদেশ সরকার তার সক্ষমতা ও সম্ভাবনা বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।’

ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশকে একসময় যারা উপহাস করত, তারাই এখন বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। অন্যদিকে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, কোভিড পরিস্থিতিতেও তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে বছরব্যাপী বিভিন্ন বর্ণিল আয়োজন করে বিশ্বব্যাপী সক্ষমতা ও সম্ভাবনার জানান দিতে পেরেছে বাংলাদেশ।

ঢাকায় বুধবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটরিয়ামে ওআইসি ইয়ুথ ক্যাপিটালের অধীনে বছর জুড়ে বিভিন্ন প্রতিযোগিতায় বাংলাদেশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার সময় তারা এসব মন্তব্য করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে এক সমীহ জাগানিয়া নাম। যারা একসময় বাংলাদেশকে নিয়ে উপহাস করত, তারাই এখন বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ সফলতা পাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘মাত্র ১৩ বছরে দেশের মাথাপিছু আয় সাড়ে চারগুণ বেড়েছে। বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। এ সবকিছু সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য।’

তারুণ্যের শক্তির ওপর ভর করে বাংলাদেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে বলেও মনে করেন তথ্যমন্ত্রী।

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে এবং জাতির পিতার কর্ম ও আদর্শকে বিশ্বব্যাপী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ উদযাপনের উদ্যোগ নেয়।’

ওআইসি’র অঙ্গসংগঠন আইসিওয়াইএফ ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ঢাকাকে আনুষ্ঠানিকভাবে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ ঘোষণা করে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ওআইসি এবং আইসিওয়াইএফ-এর সম্মানজনক এ স্বীকৃতি আমাদের তরুণদের জন্য সম্ভাবনা, সমতা ও সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করে। কোভিড পরিস্থিতিতে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তের তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে বছরব্যাপী নানা বর্ণিল আয়োজন করে বাংলাদেশ সরকার তার সক্ষমতা ও সম্ভাবনা বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।’

এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ তার নিজস্ব শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও আবহমানকালের হাজার বছরের বাঙালির ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পেরেছে বলেও মনে করেন জাহিদ আহসান রাসেল।

তিনি বলেন, ‘আমাদের তরুণরা পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে অন্যান্য দেশের তরুণদের সঙ্গে চিন্তা, চেতনা, জীবনধারা ও অভিজ্ঞতা বিনিময়ের সুবর্ণ সুযোগ পেয়েছে। সর্বোপরি দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল হয়েছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব বলেন মেজবাহ উদ্দিন বলেন, ‘করোনা ভাইরাসের সব বাধা বিপত্তিকে অতিক্রম করে বিশ্বের তরুণরা তাদের মেধার বিকাশ ঘটাতে এ অনুষ্ঠানটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।’

তার মতে, ‘তরুণরা হলো একটি জাতির স্ফুলিঙ্গ। তাদের অদম্য মনোবল, প্রবল ইচ্ছাশক্তি এবং মেধাশক্তিই একটি সুশৃঙ্খল জাতি গঠনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের অধীনে দেশি-বিদেশি তরুণদের অংশগ্রহণে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দুই ধাপে ১০টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বছরব্যাপী আয়োজিত বিভিন্ন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশ্বের ৮৯টি দেশের প্রায় ৪০ লাখ যুবক সম্পৃক্ত হয়ে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন। এদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ১৫৭ যুবক জিতেছেন পুরস্কার।

ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটালের এ আয়োজনের বঙ্গবন্ধু ইয়ুথ আর্ট কম্পিটিশন, বঙ্গবন্ধু ঢাকা ইন্টারন্যাশনাল ডিবেট ফেস্ট ফর ওআইসি ইয়ুথ, বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ আওয়ার্ড, ওআইসি নলেজ মাস্টার, অন্ট্রাপ্রেনারশিপ, স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ক্যাম্প, ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ফ্লিম অ্যাওয়ার্ড, স্কাউট কনফারেন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, দ্য হলি কোরআন রিসাইটেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এ ছাড়া ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাহা আইয়ান।

এ বিভাগের আরো খবর