হবিগঞ্জ শহরে আগুনে পুড়ে গেছে ১০টি ঘর। ফায়ার সার্ভিসের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
শহরের গার্নিং পার্ক এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে গার্নিং পার্ক এলাকার মোস্তফা মিয়ার বাসায় আগুন লেগে যায়। দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। একে একে পুড়ে যায় ১০টি ঘর। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিমুল মো. রফি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। পুড়ে যাওয়া প্রতিটি বাড়িতেই দামি আসবাবপত্র ছিল। তবে আগুনের প্রকৃত ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান।