সিরাজগঞ্জ পৌর শহরের চর রায়পুর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাটাখালি ব্রিজ থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
উদ্ধার যুবকের নাম আব্দুর রহমান। বয়স তার ৩০। পৌর শহরের মিরপুর গ্রামে তার বাড়ি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।
আব্দুর রহমানের ভগ্নিপতি আবু হানিফ বাবু বলেন, ‘সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়। রাস্তায় কার সঙ্গে যেন কথা-কাটাকাটি হয়েছে শুনেছি। রাত সোয়া ৯টার দিকে ফোন আসে কাটাখালের ব্রিজের ওপর কারা যেন রহমানকে মেরেছে। গিয়ে দেখি ওর পুরো শরীর রক্তে ভেজা।’
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ফয়সাল আহম্মেদ বলেন, ‘আব্দুর রহমানের পাজরের হাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে হাসপাতালে মৃত আনা হয়েছে।’
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেব।’