জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত (জবি) হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হচ্ছে। এ লক্ষ্যে আবেদন চেয়ে নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (মাউশি) উপবৃত্তির অর্থ ইউজিসির মাধ্যমে হাতে পাবেন এসব শিক্ষার্থী।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার রাতে এ ব্যাপারে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ অর্থবছরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে আবেদন আহ্বান করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ফরমে উল্লিখিত শর্তাবলী সঠিকভাবে পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র বিভাগীয় প্রধানের মাধ্যমে সত্যায়িত করে ১৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চের মধ্যে রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে।
এ ব্যাপারে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘ইউজিসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংখ্যালঘু শিক্ষার্থীদের তালিকা চেয়েছে। আমরা তালিকা তৈরি করে তাদের কাছে পাঠিয়ে দেবো। এরপর তারা তাদের মতো করে বৃত্তিপ্রাপ্তদের তালিকা তৈরি করবে।’
প্রসঙ্গত, মাউশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমন শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে নোটিশ জারি করেছে৷