নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাবের প্রক্রিয়া শুরু হচ্ছে আজ বুধবার। ইতিমধ্যে সার্চ কমিটিতে জমা পড়া নামগুলোর তালিকা সংশোধন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মঙ্গলবার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘৩২২ জনের যে তালিকা আছে তার মধ্যে যেসব নাম দু’বার রয়েছে সেগুলো কাটছাঁট করা হয়েছে। সংশোধিত সেই তালিকা কমিটির সামনে তুলে ধরা হবে। তারপর তারা তাদের কর্মপদ্ধতি ঠিক করবে। অনুসন্ধান কমিটি কাল (বুধবার) থেকে ফর্মালি মিটিং করবে। তালিকা যতটা ছোট করা যায়।’
আনোয়ারুল ইসলাম বলেন, ‘কমিটি আজ চারজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেছে। আটজনকে ডাকা হয়েছিল। তাদের মধ্যে চারজন উপস্থিত হয়েছেন। তারা তাদের ওপিনিয়ন দিয়ে গেছেন। এগুলোও কমিটি বিবেচনা করবে।’
তালিকাভুক্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাদের নাম প্রকাশ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা যারা সাবমিট করছেন তারা বলতে পারবেন। কমিটির কাছেও বিষয়টি আসছে। কমিটিই বিবেচনা করবে এটা সম্মতি নিয়ে হয়েছে কি না।’
রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা ১০ জনের নাম প্রকাশ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কমিটি যত তাড়াতাড়ি সম্ভব করবে।’
ইতিমধ্যে প্রকাশিত তালিকার বাইরে থেকেও কারো নাম প্রস্তাব করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সার্চ কমিটি তো যেভাবে সার্চ করা দরকার সেভাবেই করবে। এখন যদি তারা মনে করে আরও সার্চ করা দরকার তাহলে করবে। ভেরি কুইকলি নাম প্রকাশ করা হবে। যে ১৫ দিন সময় আছে তার মধ্যেই তা করবে সার্চ কমিটি।’
আর কারো সঙ্গে কমিটি বৈঠকে বসবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকে কাউকে আর ডাকার সিদ্ধান্ত হয়নি।’