নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নাম না দিয়ে বিএনপি ভুল করেছে বলে মনে করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তবে বিএনপি পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে আশা তার।
সিলেট সার্কিট হাউসে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সেখানে সিলেট অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকার চায় একটি গ্রহণযোগ্য নির্বাচন। যারা নাম জমা দিয়েছেন তার মধ্য থেকে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সরকার সহযোগিতা করবে। আশা করা যায় নতুন কমিশন দেশে-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে।’
বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অরাজনৈতিক। ২০১৪ সালে তারা নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে। এরপর তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, পুড়িয়ে মানুষ হত্যার মাধ্যমে অনেক ক্ষতি করেছে। এতে তাদেরও ক্ষতি হয়েছে।
‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। দেশের গণতন্ত্র চরমভাবে অনিশ্চয়তায় পড়েছিল। জঙ্গিদের উত্থানে জননিরাপত্তা বিঘ্নিত হয়েছিল।’
আগামী নির্বাচনে বিএনপি আসবে, এমন আশাবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি কাকে নিয়ে আন্দোলন করবে, তাদের সঙ্গে তো কেউ নেই। আন্দোলন করতে হলে জনসমর্থন লাগে, এখন তাদের সেই শক্তি নেই। আবার সন্ত্রাস করে সরকারের পতন ঘটাবে, এমন সুযোগ তারা পাবে না।’
মতবিনিময় সভায় কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা শাহরিয়ার এমপি, সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় কৃষিমন্ত্রী বলেন, ‘সার্চ কমিটিতে আওয়ামী লীগের দেয়া নামগুলো বিশেষভাবে বিবেচনা করা হবে বলে আমাদের বিশ্বাস। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রেসিডিয়ামের সাথে মতবিনিময় করে নাম দিয়েছেন।
‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। তাদের প্রস্তাব গুরুত্ব বহন করে। এ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও পেশাজীবী সংগঠনের দেয়া নাম বিবেচনায় আসবে। তারাও হয়তো অনেক যোগ্য মানুষের নাম দিয়েছে। নতুন নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেবে বলে আমরা আশাবাদী।’