বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপির জন্য সার্চ কমিটির দুয়ার খোলা

  •    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৫৭

‘বিএনপি, বাসদ ও সিপিবিসহ যেসব দল এখনো সার্চ কমিটিতে নাম দেয়নি তাদের জন্য ২৪ তারিখ পর্যন্ত সময় থাকবে।’

রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করার আগে বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নাম জমা দিলে তা আমলে নেবে সার্চ কমিটি। ২৪ ফেব্রুয়ারির মধ্যে ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে বলে আশা প্রকাশ করেছে কমিটি।

মঙ্গলবার সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল এমনটা জানিয়েছেন। এর আগে বিকেল ৪টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নেয়া বাংলাদেশ প্রতিদিন সম্পাদকও একই কথা জানিয়ে বলেন, ‘বিএনপি, বাসদ ও সিপিবিসহ যেসব দল এখনো সার্চ কমিটিতে নাম দেয়নি তাদের জন্য ২৪ তারিখ পর্যন্ত সময় থাকবে।’

মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘সার্চ কমিটি আমাদের জানিয়েছে যে ১০ জনের নাম চূড়ান্ত করার আগে বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নাম জমা দিলে তা আমলে নেয়া হবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এই সাবেক সভাপতি বলেন, ‘আমরা আমাদের ব্যক্তিগত মতামত তুলে ধরেছি। আমরা বলেছি যোগ্যতার নিরিখে বিবেচিত হলে একজন নারী ও একজন সংখ্যালঘু ব্যক্তিত্বকে মনোনীত করার জন্য। সব পেশার প্রতিনিধি নিয়ে একটি ভারসাম্যমূলক কমিশন চেয়েছি। কমিশনে একটি বিশেষ পেশার প্রাধান্য যেন না থাকে।’

তিনি বলেন, ‘যাদের নাম তালিকায় আসছে তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়া দরকার। তারা রাজনৈতিক ভোল পাল্টেছে কি না, আর্থিক কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত কি না তা যাচাই করা দরকার। আমরা বলেছি, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এমন কেউ যাতে কমিশনে আসে।’

অনুমতি না নিয়ে ৩২২ জনের নাম প্রকাশ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন এই সাংবাদিক নেতা। বলেন, ‘যাদের নাম প্রস্তাব করা হয়েছে তারা অনেকে জানেন না। তাদের অনেকেই হয়তো খুশি হয়েছেন। তবে চূড়ান্ত তালিকায় নাম না এলে তারা বিব্রতকর অবস্থায় পড়বেন।’

প্রস্তাবকারী দল বা ব্যক্তির নাম প্রকাশ না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কার প্রস্তাবে কে কমিশনার হয়েছেন এটা জানাজানি হওয়ায় শুরুর দিন থেকেই আমরা জেনে যাই যে উনি ওই দলের প্রার্থী।

‘১০ জনের নাম বাছাই করার পর তা-ও প্রকাশ করা ঠিক হবে না। আর এই নামগুলো সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত হওয়া উচিত।’

সাংবাদিক নঈম নিজাম অবশ্য ১০ জনের নাম প্রকাশ করার পক্ষে। তিনি বলেন, ‘নির্বাচন সার্বজনীন। এখানে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে দেখতে চাই আমরা।

‘তারা (সার্চ কমিটি) এমন নাম প্রস্তাব করবে যাতে কোনো বিতর্ক থাকবে না। সব মানুষ গ্রহণ করবে। প্রস্তাবিত নামের মধ্যে অনেক সক্ষম ব্যক্তি আছেন, যারা নির্বাচনকালীন প্রশাসন পরিচালনা করতে পারবেন।’

সার্চ কমিটির বর্তমান প্রক্রিয়াকে যথার্থ বলে মনে করেন বুলবুল। তিনি বলেন, ‘সার্চ কমিটিকে একটি ম্যানডেট দেয়া হয়েছে। তাদের কাছে আমরা সব আশা করতে পারি না৷ তারা আইন অনুযায়ী চেষ্টা করছে। কমিটি রাষ্ট্রপতিকে তাদের কার্যক্রম রিপোর্ট করবে।’

প্রস্তাবিত নামের তালিকা সার্চ কমিটির বিবেচনায় আছে। এর বাইরে কাউকে যোগ্য মনে করলে তার নামও প্রস্তাব করতে পারবে। আমাদের ধারণা, এই বৈঠকের মাধ্যমে সার্চ কমিটির আলোচনা শেষ হয়েছে।’

এ বিভাগের আরো খবর