বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১১ শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘গোর’

  •    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:২৭

এবারের আসরে সর্বোচ্চ ১১টি শাখায় পুরস্কার জিতেছে চলচ্চিত্র গোর। আজীবন সম্মাননা যুগ্মভাবে পেয়েছেন আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। মঙ্গলবার সন্ধ্যায় প্রজ্ঞাপনের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

এবারের আসরে সর্বোচ্চ ১১টি শাখায় পুরস্কার জিতেছে চলচ্চিত্র গোর। এরপর ৮টি শাখায় বিশ্বসুন্দরী, ৩টি শাখায় গন্ডি ও ২টি শাখায় পুরস্কার জিতেছে বীর সিনেমাটি। ২৭টি শাখায় মোট ৩২ জন পাচ্ছেন সিনেমায় রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার।

আজীবন সম্মাননা যুগ্মভাবে পেয়েছেন আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ।

শ্রেষ্ঠ চলচ্চিত্র গাজী রাকায়েত ও ফরিদুর রেজা সাগর প্রযোজিত গোর এবং অঞ্জন চৌধুরী প্রযোজিত বিশ্বসুন্দরী।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জান্নাতুল ফেরদৌস পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত আড়ং। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র সৈয়দ আশিক রহমানের বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন বাংলাদেশের অভ্যুদয়।

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত, প্রধান চরিত্রের অভিনেতা সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী), শ্রেষ্ঠ অভিনেত্রী দীপান্বিতা মার্টিন (গোর)।

পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী), পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী অপর্ণা ঘোষ (গন্ডি)। খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মিশা সওদাগর (বীর), শ্রেষ্ঠ শিশুশিল্পী ঋদ্ধি (গন্ডি)।

শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার শাহাদাত হাসান বাধন (আড়ং), শ্রেষ্ঠ সংগীত পরিচালক বেলাল খান (সিনেমা হৃদয় জুড়ে) গান ‘বিশ্বাস যদি যায় রে’।

শ্রেষ্ঠ নৃত্য পরিচালক প্রয়াত সহিদুর রহমান (বিশ্বসুন্দরী- তুই কি আমার হবি রে)। শ্রেষ্ঠ গায়ক মাহমুদুল হক ইমরান (বিশ্বসুন্দরী- তুই কি আমার হবি রে)। শ্রেষ্ঠ গায়িকা যুগ্মভাবে কনা (তুই কি আমার হবি রে-বিশ্বসুন্দরী) ও কোনাল (ভালোবাসার মানুষ তুমি-বীর)। শ্রেষ্ঠ গীতিকার কবীর বকুল (বিশ্বসুন্দরী-তুই কি আমার হবি রে)। শ্রেষ্ঠ সুরকার মাহমুদুল হক ইমরান (বিশ্বসুন্দরী- তুই কি আমার হবি রে)।

শ্রেষ্ঠ কাহিনিকার গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার গাজী রাকায়েত (গোর), সংলাপ রচয়িতা ফাখরুল আরেফিন খান (গন্ডি), শ্রেষ্ঠ সম্পাদক শরিফুল ইসলাম (গোর), শ্রেষ্ঠ শিল্পনির্দেশক উত্তম কুমার গুহ (গোর)।

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক পঙ্কজ পালিত ও মোহাম্মদ মাহবুব উল্লাহ নিয়াজ (গোর), শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজি সেলিম আহমেদ (গোর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এনামতারা বেগম (গোর), শ্রেষ্ঠ মেকআপম্যান মোহাম্মদ আলী বাবুল (গোর)।

এ বিভাগের আরো খবর