রাজশাহীর চারঘাটে লাল গামছা উড়িয়ে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনকে থামিয়েছেন দুই গ্রামবাসী। এতে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের ৮ শতাধিক যাত্রী।
চারঘাটের রামচন্দ্রপুর এলাকায় মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে সকালে প্রায় সাড়ে ৮০০ যাত্রী নিয়ে বনলতা এক্সপ্রেস যাচ্ছিল ঢাকার দিকে। সকাল সাড়ে ৭টার দিকে জিয়াউর রহমান ও হাবলু মিয়া নামে দুই ব্যক্তি রামচন্দ্রপুর এলাকায় রেললাইনের রাস্তা ধরে কাজে যাচ্ছিলেন। তারা স্থানীয় কৃষক। সে সময় তারা রেললাইনের একটি অংশে ভাঙা দেখতে পান।
দুর্ঘটনা এড়াতে তারা সঙ্গে থাকা লাল একটি গামছা লাইনের মাঝ বরাবর টাঙিয়ে দেন। সেটি দেখেই থেমে যায় বনলতা এক্সপ্রেস।
আরও পড়ুন: সেই গেটম্যান পাবেন সম্মাননা
জিএম অসীম কুমার বলেন, ‘স্থানীয় দুই ব্যক্তির বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস। লাইন মেরামত করার পর ৯টা ২১মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’
রেললাইনে বারবার ত্রুটি দেখা দেয়ার কারণ জানতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন তিনি।
এর আগে গত শনিবার সকালে রাজশাহীর বাঘায় লাল কাপড় টাঙিয়ে দুর্ঘটনার হাত থেকে ট্রেন রক্ষা করেন গেটম্যান লায়েব উদ্দিন। ট্রেনটি ৩ শতাধিক যাত্রী নিয়ে পার্বতীপুর থেকে রাজশাহী যাচ্ছিল।