বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জায়েদ-নিপুণের পদ নিয়ে রুলের শুনানি ২২ ফেব্রুয়ারি

  •    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:১৫

চিত্রনায়িকা নিপুণের আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ বলেন, ‘আজকে সাড়ে ১০টার মধ্যে আদেশসংক্রান্ত নথিপত্র পেয়েছি। শুনানির জন্য কিছুটা সময় দরকার।’

চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে হাইকোর্ট।

নিপুণের আইনজীবীর করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করে দেন।

আদালতে সময় আবেদন করেন নিপুণের আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন মুস্তাফিজুর রহমান ও মুজিবুল হক ভুইয়া।

অন্যদিকে জায়েদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আহসানুল হক ও নাহিদ সুলতানা যুথি।

নিপুণের আইনজীবী বলেন, ‘আজকে সাড়ে ১০টার মধ্যে আদেশসংক্রান্ত নথিপত্র পেয়েছি। শুনানির জন্য কিছুটা সময় দরকার।’

পরে আদালত আগামী ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার রুলের শুনানির জন্য দিন ঠিক করে দেয়।

এদিকে সোমবার নিপুণের করা আপিল শুনানি নিয়ে আপিল বিভাগ এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেয়।

পাশাপাশি সাধারণ সম্পাদক পদটির ওপর স্থিতাবস্থা দিয়ে চেম্বার আদালত যে আদেশ দিয়েছিল, সেটি বহাল রেখে আপিলটি নিষ্পত্তি করে দেয়।

গত ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করে।

চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি আপিল করেন চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ।

গত ৭ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেয়। একই সঙ্গে বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত।

পাশাপাশি আদালত আপিল বোর্ডের দুই সদস্য ও নিপুণকে নির্দেশ দিয়েছে, তারা যেন জায়েদ খানকে দায়িত্ব পালনে কোনো বিরক্ত না করেন। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন চিত্র নায়িকা নিপুণ।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণকে।

এফডিসিতে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান এ ঘোষণা দেন।

বোর্ডের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জায়েদ খান।

এর আগে গত ২৮ জানুয়ারি এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়।

এ বিভাগের আরো খবর