বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নগর পরিবহনে যাত্রীর সেবা নিশ্চিতে অ্যাপ ব্যবহার

  •    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ০৮:২৪

ঢাকা নগর পরিবহনের অ্যাডমিন আইডি থেকে অ্যাপটি নিয়ন্ত্রণ করা যাবে। এর মাধ্যমে প্রতিনিয়ত টিকিট কাউন্টারগুলোকে তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। দিনের যে কোনো সময় সর্বশেষ টিকিট বিক্রির হিসাব পাওয়া যায়।

কোন কাউন্টারে থেকে কজন যাত্রী বাসে উঠল, বিক্রি হলো কয়টি টিকিট, বিক্রেতা পেলেন কত টাকা, বাসটি কোথায় অবস্থান করছে- সব তথ্যই এখন নিজ কক্ষে বসে নির্ভুলভাবে দেখতে পারছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

তার জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ মোবাইল অ্যাপ।

‘যাত্রী বাস ওনার’ নামের অ্যাপটি দিয়েই এসব তথ্য দেখছিলেন ডিটিসিএর নির্বাহী পরিচালক ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য সচিব নীলিমা আখতার।

নগর ভবনে নিজ কক্ষে বসে তিনি যখন এসব খোঁজ নিচ্ছিলেন, তখন কাজের ফাঁকে কথা হয় তার সঙ্গে।

‘যাত্রী বাস ওনার’ নামের অ্যাপে আছে ৯টি ক্যাটাগরি। এগুলো হচ্ছে, ভেইকলস, কোম্পানি, রাইডস, টিকিটস, ট্র্যাকিং, সামারি, কাউন্টার ওয়াইজ রিপোর্ট, সুপারভাইজার ও ওয়েবিল।

অ্যাপে ঘরে বসেই নগর পরিবহনের সব হিসাব-নিকাশ দেখে কর্তৃপক্ষ। ছবি: নিউজবাংলা

তবে অ্যাপের সবকটি ক্যাটাগরি এখনও সচল করা হয়নি। শিগগির বাকি কাজ শেষ হবে বলে আশা করছেন নীলিমা আখতার।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘ঢাকা নগর পরিবহনের অ্যাডমিন আইডি থেকে এই অ্যাপটি নিয়ন্ত্রণ করা যাবে। এর মাধ্যমে প্রতিনিয়ত টিকিট কাউন্টারগুলোকে তাৎক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। দিনের যে কোনো সময় সর্বশেষ টিকিট বিক্রির হিসেব পাওয়া যায়।’

প্রকল্পের নির্বাহী পরিচালক হিসেবে প্রতিদিনের হিসাব অ্যাপটির মাধ্যমে রাখেন বলেও জানালেন নীলিমা। তিনি বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে আমরা নিজেরাই বুঝতে পারি আজকে কতগুলো টিকিট বিক্রি এবং কত টাকায় বিক্রি হয়েছে। কোন কাউন্টারে কত টিকিট বিক্রি হয় সেটাও দেখতে পারি। এক কথায় কাউন্টার ধরে ধরে আলাদা আলাদা তথ্য এই অ্যাপের মাধ্যমে দেখতে পারি।’

যখন তখন যেখানে ইচ্ছে, সেখানে বসে এই অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ঢাকা নগর পরিবহন সেবাকে নিয়ন্ত্রণ করা যাবে বলেও জানান নীলিমা আখতার।

শুরুর দিন থেকে এখন পর্যন্ত কত মানুষ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে উঠেছেন কিংবা কত টাকা আয় হলো সেই তথ্যও জমা আছে।

অ্যাপেই হিসাব রাখা হয় টিকিট বিক্রির। ছবি: নিউজবাংলা

নীলিমা আখতার বলেন, ‘ট্র্যাকিং ক্যাটাগরিতে গেলে দেখা যাবে বাসটির অবস্থান। টিকিটস অপশনে গেলে কাউন্টার ওয়াইজ তথ্য আসবে। অর্থাৎ কোন কাউন্টার কত টিকিট কত টাকায় বিক্রি করেছে তার হিসেব। সামারি ক্যাটাগরিতে সারা দিনের মোট টিকিট ও টাকার অঙ্ক দেখা যাবে।’

বিশৃঙ্খল বাস চলাচলের নগরীতে নগরবাসীর চলাচলকে আরামদায়ক করার ঘোষণা দিয়ে ৫০টি বাস নিয়ে ঢাকা নগর পরিবহন সেবা শুরু হয় গত বছরের ২৬ ডিসেম্বর। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল হয়ে নারায়ণগঞ্জের চিটাগাং রোড পর্যন্ত যাচ্ছে।

নতুন আরও তিনটি রুট চালুর ঘোষণা এসেছে। তবে এ জন্য সুনির্দিষ্ট কেনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

এই বাস চালুর পর যেখানে সেখানে যাত্রী উঠানামা যেমন বন্ধ হয়েছে, তেমনি ভাড়াও কিছুটা সাশ্রয়ী। রাজধানীতে বেসরকারি বাসে যাত্রী ঠকানোর যে ওয়েবিল চালু আছে, সেটি নেই এই বাসে। ফলে একজন যাত্রী যত কিলোমিটার যান, ঠিক ততটুকু দূরত্বের ভাড়া পরিশোধ করতে হয় তাকে।

এ বিভাগের আরো খবর