চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
চট্টগ্রাম শহরের বায়েজিদ এলাকা থেকে মোহাম্মদ আলাউদ্দিন নামে ওই ব্যক্তিকে রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আলাউদ্দিনের বাড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন জানিয়েছেন যে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গেলে তার গাড়ি উল্টে ওই কিশোরীদের চাপা দেয়।’
ফটিকছড়ি উপজেলার পেলাগাজীর দিঘী এলাকায় গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ঘটনা ঘটে।
নিহত দুজনই হাইদছকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
তাদের মধ্যে মিশু আক্তারের চাচা আইয়ুব আলী সেদিন অভিযোগ করেছিলেন, ‘ওই এলাকার ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) ও সার্জেন্ট সবসময় বিভিন্ন গাড়ি থেকে চাঁদা নেন। চাঁদের গাড়ির চালক চাঁদা না দেয়ায় টিআই ধাওয়া দেন। এরপর গাড়িটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।
‘আজকে স্যার ডেকেছিলেন। সে জন্য মেয়েরা স্কুলে গিয়েছিল। রাস্তা পার হওয়ার সময় চাঁদের গাড়ি তিনজনকে ধাক্কা দিয়ে দুজনের ওপর উল্টে পড়ে। আমি টিআই-সার্জেন্টের বিচার চাই।’
আইয়ুব আলী পরে ফটিকছড়ি থানায় চাঁদের গাড়ির চালকের নামে মামলা করেন।