নেত্রকোণায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে মিলন মিয়া নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
জেলা ও দায়রা জজ শাহজাহান কবির আসামির উপস্থিতিতে সোমবার দুপুরে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইফতেকার উদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ড পাওয়া মিলন মিয়ার বাড়ি বারহাট্টা উপজেলার বৃকালিকা গ্রামে। তিনি জেলা শহরের সাতপাই এলাকার ভাড়া বাসায় থাকতেন।
মিলন মিয়ার সঙ্গে নরসিংদীর শিবপুরের নাসরিন আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৬ সালের ১০ জানুয়ারি তারা বিয়ে করেন। বিয়ের পর মিলন মিয়া জানতে পারেন নাসরিন একজন যৌনকর্মী। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। এর জেরে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন মিলন।
পরিকল্পনা অনুযায়ী ২০১৭ সালের ১৯ আগস্ট রাতে নাসরিনকে ফোন করে নেত্রকোণায় ডেকে নেন মিলন। পৌর এলাকায় তাকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে পালিয়ে যান। পরদিন মরদেহ উদ্ধার করে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
পিপি ইফতেকার জানান, নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান হক অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তদন্তে মিলনের সম্পৃক্ততা পেলে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়।