বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সীমান্তে স্বর্ণের বারসহ ২ চোরাকারবারি আটক

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:২০

খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর ই এলাহী বলেন, ‘জব্দ মোটরসাইকেল ও স্বর্ণের চালানসহ আটকদের বিকেল ৩টার দিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

যশোরে সীমান্তে দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ভারতে পাচারের সময় বেনাপোল পুটখালী সীমান্ত থেকে সোমবার সকালে তাদের আটক করে বিজিবি।

খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর ই এলাহী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের লিটন হোসেন, একই গ্রামের মোহাম্মদ হাফিজুর রহমান।

অধিনায়ক মঞ্জুর বলেন, ‘বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে একটা স্বর্ণের চালান পাচার হচ্ছে; এমন খবরের ভিত্তিতে পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রামে অভিযান চালাই। অভিযানে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে ৩ কেজি ৮৯১ গ্রাম ওজনের ২০পিস স্বর্ণের চালান জব্দ করা হয়।’

জব্দ এসব স্বর্ণের বাজারমূল্য আনুমানিক প্রায় আড়াই কোটি টাকা বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

মঞ্জুর আরও বলেন, ‘জব্দ মোটরসাইকেল ও স্বর্ণের চালানসহ আটকদের বিকেল ৩টার দিকে পরে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

এ বিভাগের আরো খবর