নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এখানে বোমাগুলো এখানে আনা হয়েছে। দুষ্কৃতিকারীরা বিস্ফোরণ ঘটাতে না পেরে এগুলো এখানে ফেলে গেছে।’
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়কের পাশে পরিত্যক্ত স্থানে বোমাসদৃশ বস্তু পাওয়ায় এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
উপজেলার জাঙ্গালিয়া এলাকাটি সোমবার সকাল থেকেই ঘিরে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এখানে বোমাগুলো এখানে আনা হয়েছে। দুষ্কৃতিকারীরা বিস্ফোরণ ঘটাতে না পেরে এগুলো এখানে ফেলে গেছে। এগুলো কী ধরনের বোমা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।’