বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘প্রেমবঞ্চিতদের’ হাহাকারে ভারী ভালোবাসা দিবস

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:০৮

প্রেমবঞ্চিত সংঘের এক সদস্য বলেন, ‘বর্তমানে যুগে ভালোবাসার নামে নোংরা কাজ হচ্ছে সেটা আমরা চাই না। আমরা চাই প্রকৃতির সব প্রাণী সমান ভালোবাসা পাবে। আমরা বিশ্বব্যাপী প্রেমের সুষ্ঠু বণ্টন ছড়িয়ে দিতে চাই।’

বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমের সুষ্ঠু বণ্টনের দাবিতে বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

‘প্রেম বঞ্চিত সংঘ’ সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করে। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও ভবন ঘুরে মিছিলটি আবার পরিবহন মার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়।

সংঘের ব্যানারে লেখা ছিল, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’।

বিক্ষোভ মিছিল থেকে দেয়া হয় নানা স্লোগান। এর মধ্যে ছিল- ‘তুমি কে, আমি কে-বঞ্চিত, বঞ্চিত, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না। ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’। ‘নষ্ট প্রেমের খ্যাঁতাতে, আগুন জ্বালো একসাথে’।

সংঘের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাজী মোহাম্মাদ নোমান ও সাধারণ সম্পাদক ইহতেশামুল হক ইবনুরের নেতৃত্বে মিছিলে দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ শেষে সংগঠনটির সভাপতি কাজী মোহাম্মদ নোমান বলেন, ‘যারা প্রেমবঞ্চিত তারা একাকিত্বে আত্মাহত্যার পথ বেছে নেয়। তাদের রক্ষার জন্য একটা সংগঠন থাকা চাই আর সেটা হলো প্রেমবঞ্চিত সংঘ। আমরা এই দিবসে ভালোবাসাকে স্মরণ রাখতে বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, ক্যাম্পাসে দুস্থ লোকদের খাবারের ব্যবস্থা করেছি।’

প্রেমবঞ্চিত সংঘের এক সদস্য বলেন, ‘বর্তমানে যুগে ভালোবাসার নামে নোংরা কাজ হচ্ছে সেটা আমরা চাই না। আমরা চাই প্রকৃতির সব প্রাণী সমান ভালোবাসা পাবে। আমরা বিশ্বব্যাপী প্রেমের সুষ্ঠু বণ্টন ছড়িয়ে দিতে চাই।’

মিছিল শুরুর আগে তারা এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে দুটি ওষুধি গাছ লাগান। মিছিলের পর ক্যাম্পাসের দুস্থ নারীদের মধ্যে খাবার বিতরণ করার কথা রয়েছে তাদের।

এ বিভাগের আরো খবর