বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছবিতে বসন্তবরণ-ভালোবাসা দিবস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ১১:১৫

বসন্তের এই আয়োজনকে আরও রাঙিয়ে তুলেছে বিশ্ব ভালোবাসা দিবস। একই দিনে দুই আয়োজনে বাঙালি আরও মাতোয়ারা। বসন্তবরণ আর ভালোবাসা দিবসের কিছু চিত্র ধরা পড়েছে নিউজবাংলার চিত্র সাংবাদিক পিয়াস বিশ্বাসের ক্যামেরায়। 

প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। বাঙালি মেতেছে বসন্তবরণ উৎসবে। করোনাভাইরাস মহামারিতে অবশ্য আগের মতো লোগসমাগম হয়নি, তারওপর বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। তাই কিছুটা আয়োজন কম থাকলেও একেবারে যে বসে আছে বাঙালি তা নয়। রাজধানীসহ সারা দেশেই সোমবার ঋতুরাজকে বরণ করে নিতে নানা আয়োজন করা হয়েছে।

অবশ্য বসন্তের এই আয়োজনকে আরও রাঙিয়ে তুলেছে বিশ্ব ভালোবাসা দিবস। একই দিনে দুই আয়োজনে বাঙালি আরও মাতোয়ারা। বসন্তবরণ আর ভালোবাসা দিবসের কিছু চিত্র ধরা পড়েছে নিউজবাংলার চিত্র সাংবাদিক পিয়াস বিশ্বাসের ক্যামেরায়।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে আয়োজন করা হয়েছে বসন্তবরণ উৎসব। নেচে-গেয়ে বসন্তবরণে কিশোরীরা।

পহেলা ফাল্গুনের সকালে আবির ছড়িয়ে বসন্তবরণে মেতেছেন তরুণীরা।

ভালোবাসা দিবস আর বসন্তবরণে এক যুগল মেতেছেন আনন্দে।

বাসন্তী সাজে নেচে-গেয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিচ্ছেন শিল্পীরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বসন্তবরণ উৎসবে তরুণীরা।

একে তো বসন্তবরণ, তারওপর বিশ্ব ভালোবাসা দিবস। দুই দিবস একদিনে হওয়ায় বাড়তি একটা আনন্দও কাজ করছে মানুষের ভেতর।

ছোট বলে কী বসন্তবরণ উৎসবে যাব না! বাবার সঙ্গে বাসন্তী সাজে হাজির এক শিশু।

সোহরাওয়ার্দী উদ্যানে বসন্তবরণ উৎসব নৃত্যের তালে শিল্পীরা।

বসন্তের দোলায় নাচের তালে ঋতুরাজকে বরণ করছেন শিল্পীরা।

চিরাচরিত গ্রামবাংলার আবহ ফুটিয়ে তোলা হয়েছে তাদের নৃত্যে। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ থেকে বসন্তের বার্তা ছড়িয়ে দিচ্ছেন শিল্পীরা।

এ বিভাগের আরো খবর