বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘একাকার হওয়ার নাম ভালোবাসা’

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০২

মমতাজের মতে, ‘ভালোবাসা শব্দটা তো আসলে একেক জায়গায় একেকভাবে ব্যবহার করে থাকি। এই ভালোবাসার অর্থের কোনো শেষ নাই। দেশ, মানুষ, সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা জানানো, অন্যকে সম্মানিত করা, নিজেও সম্মানিত হওয়া, একে অপরের পাশে থাকাই হলো ভালোবাসা। সবকিছু মিলে একাকার হওয়ার নামই হলো ভালোবাসা।’

গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় সহজ শব্দে কিছু কথা লিখেছিলেন। ১৯৮৭ সালে অজয় দাসের সুরে সেই কথাগুলো ধরা দেয়া শ্রোতাদের কাছে। ১৯৮৭ সালেপাপপুণ্য সিনেমায় প্রকাশ পাওয়ার পর থেকে ভালোবাসার উদাহরণ হয়ে ওঠে সেই কথামালা-

‘ভালোবাসা ছাড়া আর আছে কী,

ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের

নিঃশ্বাস বিনা মানুষ কখনও বাঁচে কি

ভালোবাসা ছাড়া আর আছে কী’

পুলক বন্দ্যোপাধ্যায় ভালোবাসাকে নিঃশ্বাসের সঙ্গে তুলনা করেছেন।

আরেক গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান ভালোবাসাকে বলেছেন জীবনের চেয়েও বড়। আলাউদ্দিন আলীর সুরে সে কথাগুলো প্রকাশ পায় ১৯৯৪ সালে-

‘ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়

তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়’

সময় এগোনোর সঙ্গে শব্দের প্রয়োগে ভালোবাসার মানে ভিন্ন হতে থাকে। ২০০২-এর দিকে এ দেশে ভালোবাসার মানে বলতে গিয়ে নিয়াজ আহমেদ অংশুর লেখা ও আইয়ুব বাচ্চুর সুর করা গানে কানিজ সুবর্না গাইলেন-

‘ভালোবাসা মানে,

সময়ের চেয়েও দ্রুত হয়ে তোমার কাছে ছুটে যাওয়া’

২০০৮ সাল, কুমার বিশ্বজিৎ ও হৈমন্তির কণ্ঠে এবং ইমন সাহার সুরে মোহাম্মদ রফিকুজ্জামান ভালোবাসার মানে বোঝালেন এভাবে-

‘ভালোবাসা মানে সুখের আকাশে ওড়া

ভালোবাসা মানে বুকের আগুনে পোড়া

হায় ভালোবাসা কখনও সে আশা, কখনও দুরাশা’

২০১০-এ আসিফ আকবর গাইলেন-

‘ভালোবাসা মানে নীল প্রজাপতি, ভালোবাসা মানে হার মানা ক্ষতি

ভালোবাসা মানে রুপালি উজান, ভালোবাসা মানে জোছনার গান

ভালোবাসা মানে উষ্ণ সুখের বরফ গলা নদী’

ওপরের গানের লাইনগুলো থেকে আশি, নব্বই, শূন্য দশকে ভালোবাসার মানে সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। তবে ভালোবাসা একেকজনের কাছে একেক সময় একেক রকম। এখন ২০২২, এখনও মানুষ ভালোবাসার মানে খোঁজে এবং ব্যাখ্যা করে ভিন্ন ভিন্নভাবে।

ভালোবাসার মানে বলতে গিয়ে বাপ্পা মজুমদার নিউজবাংলাকে বলেন, ‘ভালোবাসা আমার কাছে মনে হয় খুবই ডিভাইন একটা অনুভূতির জায়গা, অত্যন্ত পবিত্র একটা অনুভূতির জায়গা এবং এখানে কোনো ভাগ করা যায় না। ভালোবাসা নানান রকম হতে পারে, এর প্রকারভেদ নানান রকম, একেকজনের কাছে ভালোবাসার অভিব্যক্তি একেক রকম।’

সংগীতশিল্পী অর্ণব বলেন, ‘সবাই সবাইকে ভালোবাসো। আমি যেটা বলতে চাই, নিজেকে ভালোবাসো। আর বলব, সেটা হচ্ছে (…কিছুক্ষণ চুপ…) হ্যাপি ভ্যালেন্টাইন ডে।’

‘যাকে যে ভালোবাসে তার সঙ্গে প্রতিদিনই ভালো বাসাবাসি হবে, ঝগড়াঝাঁটি হবে, আবার মিল হবে। ভালোবাসা একেকজনের কাছে একেক রকম। আমার কাছে ভালোবাসাটা ভালোবাসার মতন’, বলেন সংগীতশিল্পী কনা।

মমতাজের মতে, ‘ভালোবাসা শব্দটা তো আসলে একেক জায়গায় একেকভাবে ব্যবহার করে থাকি। এই ভালোবাসার অর্থের কোনো শেষ নাই। দেশ, মানুষ, সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা জানানো, অন্যকে সম্মানিত করা, নিজেও সম্মানিত হওয়া, একে অপরের পাশে থাকাই হলো ভালোবাসা। সবকিছু মিলে একাকার হওয়ার নামই হলো ভালোবাসা।’

অভিনেত্রী ইয়ামিন হক ববির কাছে ভালোবাসা হলো তার বাবা। ববি বলেন, ‘আমার রিয়েল ভালোবাসা আমার বাবা ছিল। আমার পারফেক্ট ভ্যালেন্টাইন কে, সেটা আমি জানি না। পারফেক্ট তো অনেক বড় বিষয়। আমার চাওয়া, কোনো অমানুষ যেন না আসে আমার ভাগ্যে। আমি আশা করব, আমার বাবার মতো কেউ আমার লাইফে আসুক।’

এ বিভাগের আরো খবর