বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উচ্চ মাধ্যমিকেও জিপিএ ফাইভ পেলেন নুরা

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০১:৫৪

তামান্নার বাবা রওশন আলী বলেন, ‘ছোটবেলা থেকেই তামান্নার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি উপলব্ধি করে এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গবেষক হতে চায়।’

জন্ম থেকেই দুই হাত ও এক পা নেই তামান্না আক্তার নুরার। তবে শারীরিক এই প্রতিবন্ধকতা তাকে পড়ালেখায় থামিয়ে রাখতে পারেনি।

এক পায়ে লিখে বিজ্ঞান বিভাগ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের নুরা।

রোববার দুপুর ১২টার দিকে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়। যশোর শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে ভালো ফল করেছেন এই ছাত্রী।

এর আগে পিইসি, জেএসসি ও এসএসসিতেও তিনি জিপিএ ফাইভ পেয়েছেন। দাখিল মাদ্রাসার শিক্ষক বাবা ও গৃহিণী মায়ের তিন সন্তানের মধ্যে বড় নুরা।

নুরার এখন স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। পড়ালেখা শেষে তিনি হতে চান বিসিএস ক্যাডার।

বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘নুরা আমাদের কলেজের ছাত্রী। তার মেধার প্রশংসা আমাদের শিক্ষকরা প্রায়ই করেন। জন্ম থেকে প্রতিবন্ধী হয়েও নানা প্রতিবন্ধকতাকে জয় করেছে।

‘শুধু পড়াশোনায় ভালো নয়, নুরা ভালো ছবিও আঁকে। কম্পিউটার চালানোতেও সে দক্ষ। আমি আশা রাখি, সে ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। তবে তার দরকার সরকারের সহযোগিতা।’

এইচএসসির ফল শুনে উচ্ছ্বসিত তামান্না জানান, তার এখন স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। সে জন্য প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কোনো বিষয়ে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হতে চাই। তারপর দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করব।’

পরিবারের আর্থিক টানাপড়েনে স্বপ্ন পূরণ হওয়া নিয়ে কিছুটা শঙ্কিত তিনি। সহযোগিতার আশায় এরই মধ্যে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন।

তামান্নার বাবা রওশন আলী বলেন, ‘ছোটবেলা থেকেই তামান্নার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার বিষয়টি উপলব্ধি করে এখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গবেষক হতে চায়।’

শিক্ষক রওশন আলী জানান, তার আরও দুই সন্তান লেখাপড়া করছে। তিনি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।

তাই টানাপড়েনের সংসারে মেয়ের স্বপ্ন পূরণ নিয়ে চিন্তিত তিনি।

এ বিভাগের আরো খবর