বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ভারতে পালানোর সময়’ গ্রেপ্তার শিশু ধর্ষণ মামলার আসামি

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০১:৪৭

র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান বলেন, ‘মেরাজ চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।’

নরসিংদীর বেলাবতে ঘরে ঢুকে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মিরাজ মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের চুনারুঘাটে বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব দাবি করছে, তিনি চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

গ্রেপ্তার মিরাজ মিয়া বেলাব উপজেলার দেওয়ানের চর গাংকুলপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

রোববার দুপুরে র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ১৯ জানুয়ারি রাত ৯টার দিকে নরসিংদী জেলার বেলাব উপজেলায় পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় একই গ্রামের মেরাজ মিয়া জানালা দিয়ে ঘরে ঢুকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মিরাজ পালিয়ে যান।

ঘটনার পর রাতেই পরিবারের লোকজন থানায় অভিযোগ করেন। কিন্তু অভিযোগ দেয়ার চার দিন পর ২৪ জানুয়ারি মামলা নেয় পুলিশ।

এ ঘটনার পর অভিযুক্ত মেরাজ ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।

আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে আসামি মিরাজ হবিগঞ্জ জেলার চুনারুঘাট বাল্লা সীমান্তবর্তী এলাকার নোম্যান্সল্যান্ডের পাশে আত্মগোপন করে আছেন। এরপর ওই স্থানে অভিযান চালিয়ে ৫৫ বিজিবি বাল্লা ক্যাম্পের সহায়তায় র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান বলেন, ‘মেরাজ চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।’

এ বিভাগের আরো খবর