মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম নাদিম দেওয়ান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে।
১৩ বছর বয়সী নজরুল ওই গ্রামের নাসির উদ্দিন দেওয়ানের ছেলে। সে ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
নাসির দেওয়ান জানান, ‘নজরুল পাশের বাড়িতে আমার চাচাতো ভাই জায়েদ দেওয়ানের ঘরের টিনের চালায় উঠে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়। সেখান থেকে নামিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সিরাজদীখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।