বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাছ ধরতে গিয়ে পুকুরে মিলল অজগর

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০১:৩১

বন কর্মকর্তা আবুল বাশার জানান, দেশীয় প্রজাতির এ অজগরটি সাত ফুট লম্বা, বয়স সাত-আট বছর। সাধারণত সুন্দরবন এলাকায় এদের বাস।

পুকুর সেচে মাছ ধরছিলেন তিন বন্ধু। একপর্যায়ে নড়াচড়া দেখে বড় মাছ ভেবেছিলেন তাদের একজন। খপ করে সেটি টেনে তুলতেই দেখেন মাছ নয়, সেটি অজগর।

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে শনিবার দুপুরে। সাপটিকে রোববার হস্তান্তর করা হয় বন বিভাগের কাছে।

সাপটি অজগর বলে নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা বন কর্মকর্তা গাজী মোহাম্মদ আবুল বাশার। তিনি জানিয়েছেন, এটিকে শিগগিরই সুন্দরবনে অবমুক্ত করা হবে।

জয়ন্ত শীল নামে এক প্রত্যক্ষদর্শী জানান, নতুনহাট এলাকায় শনিবার দুপুরে একটি পুকুরে মাছ শিকার করছিলেন তিনজন। তাদের মধ্যে আবুল কালামের হাতে পড়ে অজগরটি। তিনি বড় মাছ ভেবে সেটিকে টেনে তোলেন। অজগরটি দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

বন কর্মকর্তা আবুল বাশার জানান, দেশীয় প্রজাতির এ অজগরটি সাত ফুট লম্বা, বয়স সাত-আট বছর। সাধারণত সুন্দরবন এলাকায় এদের বাস।

তিনি বলেন, ‘হয়তো পানিতে ভেসে এখানে এসেছে। খুলনা বন্যপ্রাণী বিভাগকে খবর দেয়া হয়েছে। তারা এসে সাপটি সুন্দরবনে অবমুক্ত করবেন।’

এ বিভাগের আরো খবর