বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আইনমন্ত্রীর ফোনালাপ ফাঁস তদন্ত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০১:১৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের সরকারিভাবে এরকম রেকর্ড করার কোনো সিস্টেম নেই। কেউ ইচ্ছাকৃতভাবে এটা করার মতো কোনো প্রযুক্তি বের হয়েছে কিনা সেটা দেখার বিষয়। এনটিএমসি একমাত্র প্রতিষ্ঠান যারা লফুল ইন্টারসেপশন করতে পারে। তারাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া মনিটর বা প্রকাশ করতে পারে না। কাজেই অনুসন্ধানের ব্যাপার আছে।’

আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফোনালাপ ফাঁসের ঘটনা অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অডিও ফাঁসের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা তদন্তের বিষয়। এই ফোনালাপ কিভাবে রেকর্ড হলো সেটা দেখার বিষয় আছে। নিশ্চিত না হয়ে কিছু বলতে চাচ্ছি না।

‘আমাদের সরকারিভাবে এরকম রেকর্ড করার কোনো সিস্টেম নেই। কেউ ইচ্ছাকৃতভাবে এটা করার মতো কোনো প্রযুক্তি বের হয়েছে কিনা সেটা দেখার বিষয়। এনটিএমসি একমাত্র প্রতিষ্ঠান যারা লফুল ইন্টারসেপশন করতে পারে। তারাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া মনিটর বা প্রকাশ করতে পারে না। কাজেই অনুসন্ধানের ব্যাপার আছে।’

অন্য কোনো দেশ এর সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলতে পারবো না। এটা দেখতে হবে কিভাবে আসলো। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কেউ মনিটরিং করতে পারবে না, প্রকাশও করতে পারবে না।’

সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁস হওয়া একটি অডিও কথোপোকথন নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে আইনমন্ত্রী নিজেও কথা বলেছেন। সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘যারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে তারা এতোটাই দেউলিয়া যে একটি ইনোসেন্স কনভারসেশনকে পুঁজি বানাচ্ছে।’

‘আইজিপির জার্মানি সফর নিয়ে জানা নেই’

বিছানার চাদর ও বালিশ কিনতে পুলিশ প্রধান বেনজির আহমেদ জার্মানি যাচ্ছেন এমন একটি খবর প্রচার হয়েছে। রোববার এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি যাচ্ছেন কিনা এটা আমার জানা নেই। তিনিই ভালো বলতে পারবেন কবে যাবেন, কিভাবে যাবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (আইজিপি) কেন যাবেন? তিনি পত্রিকায় রিজয়েন্ডার দিয়েছেন, এখানে আমাদের কিছু বলার নেই। আমাদের দেশে চাদর-বালিশ যথেষ্টই উৎপাদন হচ্ছে, বিদেশেও রপ্তানি করছি। কী ধরনের ইমপোর্ট করেছেন তা উনিই বিস্তারিত জানেন।’

‘গুম হওয়া অনেককেই পাওয়া যাবে’

গুম হওয়া অনেকেই স্বেচ্ছায় পালিয়ে থাকেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘আমরা সব সময় বলে আসছি যে অনেকে নিজেকে সরিয়ে রাখেন। অনেকে ব্যবসায় ফেল করে, মামলা এড়াতে বা সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে আত্মগোপন করেন।

‘জেনেভায় যে নামগুলো দেয়া হয়েছিল তাদের অনেকের নামেই ১২ থেকে ১৩টি মামলা ছিলো কিংবা জেলে আছেন। জামিনে বের হয়ে গেছেন এমনও হয়েছে। আমরা আবারও বলছি, গুমের কথা যেগুলো বলা হচ্ছে খুঁজলে অনেককেই আমরা উদ্ধার করতে পারছি বা পারব।’

আসাদুজ্জামান খান বলেন, ‘পুলিশের প্রতিবেদন লক্ষ্য করলেই তেমনটা দেখা যাবে। প্রতিবছর এরকম এক হাজার মিসিং হলে দেখা যাবে ৯৫০ জনকেই রি-অ্যাপিয়ার করা যাবে। যে লিস্টটা দিয়েছে, আমরা মনে করি তাদের অনেকেই পাওয়া যাবে। আমরা কাজ করছি।’

এ বিভাগের আরো খবর