সড়কে কোনো সমিতির নামে চাঁদাবাজি নয়। চাঁদা আদায়ের কাজটি টার্মিনালের ভেতরে সীমাবদ্ধ রাখতে হবে। সড়কে আইন-শৃঙ্খলা সংক্রান্ত টাস্কফোর্সের রোববারের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
সচিবালয়ে সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘টার্মিনাল ছাড়া রাস্তায় দাঁড়িয়ে যানবাহন থেকে কোনো ধরনের চাঁদা নিতে দেব না। বিভিন্ন পৌরসভা বা জেলার নামে যে কর আদালত পরিচালনা করা হয় সেগুলোর ক্ষেত্রেও যত্রতত্র কর আদায় করা যাবে না, তা টার্মিনালেই করতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সড়কে চলাচল করা অধিকাংশ যানবাহনই পুরনো। সেগুলো কতদিন চলতে পারবে তা যাচাইয়ে বিআরটিএ চেয়ারম্যানকে সভাপতি করে একটি কমিটি করা হয়েছে। তারা কেবল বেসরকারি গাড়ি নয়, সরকারি গাড়িরও মান যাচাই করবে।’
গাড়িচালকদের দু’মাসের মধ্যে বাধ্যতামূলক নিয়োগপত্র দেয়ার বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। পর্যায়ক্রমে টার্মিনালে এই পরীক্ষার ব্যবস্থা করা হবে। ডোপ টেস্টে নির্দোষ প্রমাণের পরই চালকরা গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারবে।’