মুগদা থানার এসআই আকরাম হোসেন বলেন, ‘ফাহিম কমলাপুরে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে (আইসিডি) দিনমজুরের কাজ করতেন। যা আয় করতেন তাতে সংসার চলত না। অভাব তার নিত্যসঙ্গী ছিল।’
রাজধানীর দক্ষিণ মুগদায় শ্বশুরবাড়ি থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
২৫ বছর বয়সী এই দিনমজুরের নাম ফাহিম। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার আজিজুল করিমের ছেলে। তার স্ত্রী ও দুই মাসের এক সন্তান রয়েছে।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, ‘ফাহিম কমলাপুরে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে (আইসিডি) দিনমজুরের কাজ করতেন। যা আয় করতেন তাতে সংসার চলত না। অভাব তার নিত্যসঙ্গী ছিল।’
নিহত ফাহিমের মা সাইয়েদা আক্তার মুগদা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।