প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে নিজের কথোপকথনের অডিও ফাঁসের ঘটনায় তদন্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সচিবালয়ে বাংলাদেশ বার কাউন্সিল নেতাদের প্রধানমন্ত্রীর দেয়া ২০ কোটি টাকার অনুদান তুলে দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
অডিও ফাঁসের ঘটনায় কোনো তদন্ত হবে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘অবশ্যই এটি তদন্তের পদক্ষেপ নেয়া হবে। ব্যাপারটা হচ্ছে যারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে, তারা এতই দেউলিয়া যে একটি ইনোসেন্স কনভারসেশনকে পুঁজি বানানো হচ্ছে।
‘ব্যাপারটা হচ্ছে আমি একজন উপদেষ্টার টেলিফোনের উত্তর দিচ্ছিলাম। তিনি একটা ব্যাপারে আমাকে জিজ্ঞেস করছেন, সেখানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার একটা প্রজেক্ট যেটা হচ্ছে, তার ব্রেইন চাইন্ড। এটা তদন্ত করা হবে, কিন্তু এটাকে গুরুত্ব দেয়া মনে হয় সঠিক হবে না।’