কমিশন গঠন ও নির্বাচনে বিএনপি অংশ নেয়া, না নেয়াতে কিছু যায়-আসে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, ‘জনবিচ্ছিন্ন বিএনপি অংশ না নিলেও নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনপ্রক্রিয়া কোনোটাই বন্ধ হবে না। নীতি আদর্শহীন বিএনপি নিজের স্বার্থে সকালে এক কথা বিকেলে আরেক কথা বলে।’
কুষ্টিয়া শহরে ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনকালে রোববার বেলা ১১টার দিকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নতুন কমিশন গঠনের লক্ষ্যে ডিসেম্বর থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। আগের দুটি সংলাপে অংশ নিলেও বিএনপি এবার এই সংলাপ বর্জন করেছে।
তারা নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ফিরে গেছে। বলেছে, এই সরকার ছাড়া নির্বাচন কমিশনে যাকেই নিয়োগ দেয়া হোক না কেন, কোনো লাভ হবে না।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি আবার আন্দোলনে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে। এরই মধ্যে শনিবার সার্চ কমিটি গঠন করা হয়।
নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি নিয়মানুযায়ী কাজ করছে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিপুলসংখ্যক মানুষের নাম জমা পড়েছে। এর পরে এ নিয়ে আর কোনো রাজনৈতিক দলের কথা থাকতে পারে না।’
বিএনপি ছাড়া আরেকটি নির্বাচন হতে যাচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিএনপি দেশে একমাত্র রাজনৈতিক দল নয়, ছোটোখাটো অনেক দল রয়েছে।
‘নির্বাচনে অংশ নেয়া না নেয়া তাদের নিজস্ব রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার। কোনো দল অংশ না নিলেও নির্বাচনপ্রক্রিয়া বন্ধ হবে না।’
এ সময় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।