বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিড়ালটিকে গাছে ঝুলিয়েছে কে, জানে না কেউ

  •    
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:৩৯

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নির্মম ঘটনা। কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তা বের করার চেষ্টা করছি। তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। যারা এমন নির্মম ঘটনা ঘটতে পারে, তাদের দ্বারা যে কোনো অপরাধ সম্ভব। স্থানীয়দের উচিত এদের চিহ্নিত করতে সাহায্য করা।’ 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একটি গাছে ঝুলন্ত মৃত বিড়ালের ছবি ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর বিড়ালটিকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল।

গাজীপুর-কালিটি রোডের বিটিআরআই এলাকায় শনিবার সকালে এই দৃশ্য দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হয় এক ফেসবুক ব্যবহারকারীর মাধ্যমে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে রাস্তার পাশের গাছে বিড়ালের দেহটি ঝুলে থাকতে দেখেন তারা। কে বা কারা মেরেছে তা তারা জানেন না। দুপুরের পর সেটিকে নামিয়ে ফেলা হয়।

কুলাউড়া ডিগ্রি কলেজের ছাত্র ও স্থানীয় বাসিন্দা পারভেজ আহমেদ বলেন, ‘দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করি। দুপুরের পর বিড়ালটিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়।’

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নির্মম ঘটনা। কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা তা বের করার চেষ্টা করছি। তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। যারা এমন নির্মম ঘটনা ঘটতে পারে, তাদের দ্বারা যে কোনো অপরাধ করা সম্ভব। স্থানীয়দের উচিত এদের চিহ্নিত করতে সাহায্য করা।’

এ বিভাগের আরো খবর