বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলতি বছরই সংশোধিত কোম্পানি আইন

  •    
  • ১২ ফেব্রুয়ারি, ২০২২ ২৩:০০

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘দেশের অর্থনীতি বড় হয়েছে। বিশ্ব বদলাচ্ছে। দেশে কোম্পানির কার্যক্রমেও পরিবর্তন এসেছে। তাই ইতোমধ্যে কোম্পানি আইনে বিভিন্ন সংশোধন আনা হয়েছে। আরও সংশোধনের সুযোগ তৈরি হয়েছে। সামগ্রিকভাবে সংশ্লিষ্ট সব বিষয় অন্তর্ভুক্ত করে আইনটি করার উদ্যোগ নেয়া হয়েছে।’

অর্থনীতির পরিবর্তনে কোম্পানি আইন আরও সংশোধনের সুযোগ হয়েছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, চলতি বছরের মধ্যেই সংশোধিত কোম্পানি আইনটি জাতীয় সংসদে পাস করা সম্ভব হবে।

শনিবার ‘কোম্পানি রিপোর্টিংয়ের ক্ষেত্রে অনুসন্ধানী সাংবাদিকতা’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন।

বাণিজ্য সচিব বলেন, ‘দেশের অর্থনীতি বড় হয়েছে। বিশ্ব বদলাচ্ছে। দেশে কোম্পানির কার্যক্রমেও পরিবর্তন এসেছে। তাই ইতোমধ্যে কোম্পানি আইনে বিভিন্ন সংশোধন আনা হয়েছে। আরও সংশোধনের সুযোগ তৈরি হয়েছে। সরকারও কোম্পানি আইন পুনরায় সংশোধনের উদ্যোগ নিয়েছে। অর্থনীতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। অন্যান্য দেশের আইনও বিশ্লেষণ করা হচ্ছে। সামগ্রিকভাবে সংশ্লিষ্ট সব বিষয় অন্তর্ভুক্ত করে আইনটি করার উদ্যোগ নেয়া হয়েছে।’

ঢাকায় কর্মরত অর্থনীতির প্রতিবেদকদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করা সংস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ইআরএফ সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে চার পর্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন বিল্ড চেয়ারপারসন ব্যারিস্টার নিহাদ কবির, সিএফও সোসাইটি বাংলাদেশের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ও বার্তা সংস্থা এএফপির ব্যুরো প্রধান শফিকুল আলম। ইআরএফ সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। এ সময় সংস্থাটির ম্যানেজার (বাস্তবায়ন) সানাউল হক দোলন উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ কর্মশালায় সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের ৫০জন প্রতিনিধি অংশ নেন। কর্মশালার পুরোটা জুড়ে কোম্পানির কার্যক্রম বিষয়ে কিভাবে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

নিহাদ কবির বলেন, ‘কোম্পানি আইনে বেশ কিছু ক্ষেত্রে জটিলতা রয়েছে। অনেকে কোম্পানি অবসায়ন করতে গিয়েও সমস্যয় পড়ে। এজন্য আইনি প্রক্রিয়ায় অবসায়নের দিকে যাচ্ছে না অনেকে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোম্পানি আইন পুরোপুরি নতুন করে করতে হবে বিষয়টি এমন নয়। সময় পরিবর্তনের সঙ্গে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেটা সংশোধন দরকার। এখন বড় সমস্যা দীর্ঘসূত্রতা। কোনো কোনো আইনি প্রক্রিয়া শেষ করতে ২০ থেকে ৩০ বছর লেগে যাচ্ছে।’সিএফও সোসাইটি বাংলাদেশের সাবেক সভাপতি শহিদুল ইসলাম কোম্পানির আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এএফপির ব্যুরো প্রধান শফিকুল আলম কোম্পানি বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে কোন কোন দিকগুলোতে প্রতিবেদকের দৃষ্টি দেয়া দরকার তা তুলে ধরেন। তিনি বলেন, ‘অনুসন্ধানী প্রতিবেদনে শুধু আর্থিক অনিয়ম নয়, সমাজ ও মানব জীবনে কোম্পানির কার্যক্রমের প্রভাব, পরিবেশ-প্রতিবেশের ওপর প্রভাবও অনুসন্ধানের বিষয় হতে পারে।

এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, ‘আমাদের সংগঠন সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে। বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতাকে এগিয়ে নিতে কাজ করছে। এজন্য ব্যক্তি রিপোর্টার ও প্রতিষ্ঠানকে আর্থিক ও লজিস্টিকসসহ অন্যান্য সহযোগিতা দিয়ে সহায়তা করছে এমআরডিআই।’

এ বিভাগের আরো খবর