রাজধানীর সবুজবাগে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত লাবনী আক্তার খুলনা সদর উপজেলার টুটপাড়া এলাকার আবুল বাশারের মেয়ে।
সবুজবাগ থানা উপপরিদর্শক (এসআই) রহিমা আউয়াল নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘খবর পেয়ে সবুজবাগ থানার ৮২/সি/২ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
এসআই রহিমা আউয়াল বলেন, ‘লাবনী আক্তার মুসলিম হলেও তার স্বামী অভিজিৎ চন্দ্র সোহাগ হিন্দু ধর্মাবলম্বী। পেশায় একজন পুলিশ কনস্টেবল। তিনি ঢাকার মিলব্যারাক পুলিশ লাইনে কর্মরত।
‘দুই বছর আগে তাদের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে।’