চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের আবাসিক এলাকা থেকে একটি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের পাশের আবাসিক এলাকা থেকে শনিবার বেলা ১টার দিকে ১২ ফুট লম্বা এই সাপ উদ্ধার করা হয়।
সাপ উদ্ধার করেন প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম। সে সময় তার সঙ্গে ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী।
রফিক নিউজবাংলাকে বলেন, ‘নিরাপত্তা দপ্তর থেকে জানানো হলে আবদুল ওয়াহেদ চৌধুরী স্যারের নেতৃত্বে আমরা গোখরা সাপটি উদ্ধার করি। এটি রাজগোখরা বা শঙ্খচুর নামে পরিচিত। সাপটির বৈজ্ঞানিক নাম Ophiophagus hannah.’
অধ্যাপক ওয়াহেদ বলেন, ‘এটি তীব্র বিষধর-প্রকৃতির সাপ। তবে এটির কামড়ে মানুষ মারা যাওয়ার রেকর্ড কম। বিরল প্রজাতির এই সাপ আমাদের ক্যাম্পাসে অনেক আগে থেকে আছে। কিং কোবরা অন্য সাপ খেয়ে বেঁচে থাকে।
‘এটি পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ, আকৃতিতেও অতিকায়। আমরা সাপটিকে এখনও আমাদের আওতায় রেখেছি। পরে একে জঙ্গলে অবমুক্ত করা হবে।’