নওগাঁর মান্দায় দুটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার প্রাসাদপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মান্দা ও নওগাঁর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা দুটির মালিক।
কারখানা দুটির মালিক উপজেলার ছোট বেলালদহ গ্রামের সৌদিপ্রবাসী আয়নাল হকের স্ত্রী মোর্শেদা খাতুন এবং বড়পই গ্রামের মোবারক হোসেনের স্ত্রী নুরুন্নাহার বিবি।
মান্দা ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার শফিউর রহমান জানান, কারখানা দুটি স্থানীয় প্রসাদপুর এলাকার ইনডেক্স কলেজের পেছনে অবস্থিত। আগুনে দুটি কারখানার সব মালামাল পুড়ে গেছে। কী কারণে আগুন লাগল তা জানা যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শাহিনুর রহমান জানান, দুটি তুলার কারখানায় আগুন লাগার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। যদি কারখানার মালিকরা থানায় অভিযোগ করেন তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।