বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চোর অপবাদ দিয়ে জুতার মালা, ব্যবসায়ীদের দুঃখ প্রকাশ

  •    
  • ১১ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:১১

বিভিন্ন দোকানের সামনে সন্দেহজনক ঘোরাঘুরি করায় শহিদুলকে আটক করেন ব্যবসায়ীরা। এ সময় আগের ধারণ করা সিসি ক্যামেরার ছবির সঙ্গে তার চেহারার কিছুটা মিল খুঁজে পেলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা তাকে মারধর করে জুতার মালা পরিয়ে সারা বাজার ঘোরান।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে শহিদুল হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে পাটগাতী বাজার এলাকা ঘুরিয়েছে স্থানীয় জনতা। পরে বাজারের ব্যবসায়ীরা মানবিক কারণ দেখিয়ে তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেন।

গত বৃহস্পতিবার টুঙ্গিপাড়ার পাটগ্রাম বাজারের এই ঘটনাটি স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তবে বিষয়টি শেষ পর্যন্ত পুলিশের কানে গেলে তারা তদন্ত শুরু করেছে।

অভিযুক্ত ৪০ বছর বয়সী শহিদুল হোসেনের বাড়ি পার্শ্ববর্তী বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হিজলা গ্রামে।

পাটগাতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অপু জানান, গত ১৪ জানুয়ারি পাটগাতী বাজারের মনি ইলেকট্রনিকস থেকে দুটি এলইডি টিভি, একটি খাবারের দোকান থেকে ১৪ হাজার টাকাসহ মানিব্যাগ ও শিমলা সুইটস থেকে একটি মোবাইল চুরি হয়। পরে দোকানদাররা বণিক সমিতির কার্যালয়ে অভিযোগ দিলে সিসি ক্যামেরার মাধ্যমে চোরের চেহারা শনাক্ত করা হয়। কিন্তু তিনি কারও পরিচিত না হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

অপু আরও জানান, বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন দোকানের সামনে সন্দেহজনক ঘোরাঘুরি করায় শহিদুলকে আটক করেন ব্যবসায়ীরা। এ সময় আগের ধারণ করা সিসি ক্যামেরার ছবির সঙ্গে তার চেহারার কিছুটা মিল খুঁজে পেলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা তাকে মারধর করে জুতার মালা পরিয়ে সারা বাজার ঘোরান। যদিও পরে মানবিক কারণে ওই ব্যক্তিকে পুলিশে না দিয়ে ছেড়ে দেয়া হয়।

বর্তমানে ঢাকায় অবস্থান করা পাটগাতী বাজার বণিক সমিতির সভাপতি মাহাবুবুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। গলায় জুতা পরানোর ঘটনাটি ব্যবসায়ীদের কাজ নয়। এটি উৎসুক জনতার কাজ। এটা অত্যন্ত দুঃখজনক।’

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক তদন্ত তন্ময় মণ্ডল জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানতে পেরেছেন। এ বিষয়ে পুলিশে কেউ অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ওই ব্যক্তিরও খোঁজ নেয়া হচ্ছে।

এ বিভাগের আরো খবর