বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিল্পী সমিতি থেকে রোজিনার পদত্যাগ

  •    
  • ১১ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:৫৩

রোজিনা বলেন, ‘আমি দেশের বাইরে থাকি, ঠিকমতো সমিতিতে সময় দিতে পারব না, সে কারণেই পদত্যাগ করেছি। এ নিয়ে কাঞ্চনের সঙ্গে কথা হয়েছে।’

ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন রোজিনা।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন রোজিনা নিজেই।

রোজিনা ২০২২-২৪ মেয়াদে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচন করে জয়ী হন।

নিউজবাংলাকে রোজিনা বলেন, ‘আমি দেশের বাইরে থাকি, ঠিকমতো সমিতিতে সময় দিতে পারব না, সে কারণেই পদত্যাগ করেছি। এ নিয়ে কাঞ্চনের সঙ্গে কথা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মিশা-জায়েদের আমলেও আমি কিছুদিন দেশে, কিছুদিন দেশের বাইরে থাকতাম। তবে বিষয়টি মিশা-জায়েদ মেনে নিয়েছিল, কিন্তু কাঞ্চন মানবে না। ওকে আমি দোষ দেব না, সে তার দায়িত্ব পালন করবে এটাই স্বাভাবিক।’

রোজিনা জানান, তিনি ইলিয়াস কাঞ্চন বরাবর পদত্যাগের আবেদন করেছেন এবং চিঠিটি তিনি পাঠিয়েছেন শিল্পী সমিতির অফিসের মেইলে।

অন্যদিকে ইলিয়াস কাঞ্চন নিউজবাংলাকে বলেন, ‘আমি এখনও কোনো চিঠি পাইনি। তবে লোকমুখে তার (রোজিনার) পদত্যাগের খবর শুনেছি।’

কাঞ্চন জানান, কেউ পদত্যাগ করলে সভাপতি চাইলে খালি হওয়া পদে নতুন কাউকে আনতে পারেন, সে ক্ষেত্রে কার্যনির্বাহী সদস্যদের অনুমতি লাগে।

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হন ইলিয়াস কাঞ্চন।

সাধারণ সম্পাদক হিসেবে প্রথমে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে আপিল বোর্ডের কাছে আপিল করেন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। পরে আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করলে নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হন।

পরে জায়েদ খান আপিল বোর্ডের বিরুদ্ধে আদালতে রিট করেন। রিটের শুনানি নিয়ে প্রথমে জায়েদ খানকে তার পদে বহাল রাখে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবার আপিল করেন নিপুণ। পরে হাইকোর্ট শুনানি শেষ ১৩ তারিখ পর্যন্ত ওই পদে স্থিতাবস্থা দেয়।

এ বিভাগের আরো খবর