পটিয়া থানার ওসি রেজাউল করিম বলেন, ‘মরদেহের মাথায় আঘাতের চিহ্ন আছে। এটা হত্যা নাকি তিনি দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’
চট্টগ্রামের পটিয়ায় রাস্তার পাশ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পটিয়া উপজেলার বুধপুরা বাজার থেকে শুক্রবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নূর আলম নামের ওই যুবকের বাড়ি বুধপুরা বাজার এলাকায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘স্থানীয়রা শুক্রবার সকালে রাস্তার পাশে নূর আলমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন আছে। এটা হত্যা নাকি তিনি দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’