ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের তিন দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম এলাকার একটি পুকুর থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাঁচ বছরের ওই শিশুর নাম আরাফাত রহমান। সে একই এলাকার ফজলুর রহমানের ছেলে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান।
নিহতের পরিবারের বরাতে তিনি জানান, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে আরাফাত বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।
শুক্রবার সকালে পুকুরের পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় পানিতে শিশুর মরদেহ ভাসতে দেখেন। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটির পরিচয় শনাক্ত করেন। পরে পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খেলার সময় শিশুটি পুকুরে পড়ে গিয়ে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’