দেশের নাগরিকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ধরনের তথ্য নিয়ে শক্তিশালী জাতীয় জনসংখ্যা তথ্যভান্ডার (এনপিআর) তৈরি হতে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে বৃহস্পতিবার এনপিআরবিষয়ক কর্মশালায় পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
মান্নান বলেন, ‘ভারতীয় নাগরিকের সব তথ্য থাকে আধার কার্ডে। ভারতের আধার কার্ডের চেয়েও শক্তিশালী নাগরিক ডেটাবেজ তৈরি করতে যাচ্ছে বিবিএস। তবে আধার কার্ড নয়, আমরা অন্য একটা নাম দেব। সরকারের নীতিনির্ধারক পর্যায়ে এনপিআরের কাজ চলছে। এতে নাগরিকের ৩৩ ধরনের তথ্য থাকবে।’
মন্ত্রী বলেন, ‘জনশুমারি নিয়ে আমরা সমস্যায় আছি। নানা কারণে এটা সময় মতো করতে পারলাম না। এর জন্য কোভিড-১৯ ছাড়াও নানা বিষয় দায়ী। এনপিআর যেন তাড়াতাড়ি হয়, সেটা দেখতে হবে। আশা করি এনপিআর হয়ে গেলে জনশুমারিসহ অনেক কাজ আর করতে হবে না।’
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘এটা করতে পারলে সব হিসাব আমাদের কাছে থাকবে। কী পরিমাণ বিদেশি শ্রমিক দেশে কাজ করছেন, কত টাকা বিদেশে চলে যাচ্ছে, সব হিসাব থাকবে এনপিআরে। এনপিআর প্রণয়ন করতে পারলে বিশ্বের বুকে আমাদের নাগরিক মর্যাদা বাড়বে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে এনপিআর দারুণ ভূমিকা রাখবে। দেশে প্রতারণা করে কেউ রেহাই পাবে না।’
বিবিএসের সেন্সাস উইংয়ের সাবেক পরিচালক ও এনপিআর-এর পরামর্শক ড. মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, ‘একটি শিশু জন্মের পরেই এনপিআর ডেটাবেজে চলে আসবে। নাগরিকের যখন তথ্য দরকার হবে, তখন এক ক্লিকেই সব তথ্য বের হয়ে যাবে। মানুষ মারা যাবে কিন্তু ডেটা সংগ্রহ থাকবে হাজার বছর।’
এনপিআর তৈরি করবে বিবিএস। এ-সংক্রান্ত প্রকল্প অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই মূল বাস্তবায়ন শুরু হবে।