বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জীবনমান উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে ব্রিটিশ সরকার

  •    
  • ১০ ফেব্রুয়ারি, ২০২২ ২২:০৬

ব্রিটিশ হাইকমিশনার বরার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ‘আমরা চাই বাংলাদেশের উন্নয়ন ধারা অব্যাহত থাকুক। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে এ দেশের পাশে ব্রিটিশ সরকার সবসময় থাকবে।’

বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে এ দেশের পাশে ব্রিটিশ সরকার সবসময় থাকবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার বরার্ট চ্যাটারটন ডিকসন।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজারে ‘আব্দুর রব ও আজিজুন মেডিক্যাল সেন্টার’ পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘এখানকার মানুষ বন্ধুসুলভ। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশিদের ভ্রাতৃত্বপূর্ণ ও খুব ভালো সম্পর্ক রয়েছে।

‘বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের এ উন্নয়ন ধারা অব্যাহত থাকুক সেটাই চাই। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে এ দেশের পাশে ব্রিটিশ সরকার সবসময় থাকবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘আব্দুর রব ও আজিজুন মেডিকেল সেন্টার’ এর পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ কামালী।

জুবায়ের আহমেদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রিটিশ সরকার ও রাজনৈতিক দলের কাউন্সিলর প্রধান টম ব্রাগ, যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল কাসেম, এলাকার জামাল মিয়া কামালী, রুহানি কামালী প্রমুখ।

এর আগে সকাল ১১টার দিকে মেডিক্যাল সেন্টারটি পরিদর্শন করেন হাইকমিশনার বরার্ট চ্যাটারটন ডিকসন। পরিদর্শকালে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর দেন।

এ বিভাগের আরো খবর