ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের আগুনে দগ্ধ বঙ্কিম মজুমদার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন। তবে কিডনি জটিলতায় তাকে ফের ভর্তি হতে হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
৬০ বছর বয়সী বঙ্কিমের বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মৃত্যু হয়।
তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
বঙ্কিমের বাড়ি বরগুনা সদর জেলার ফুলঝুড়ি এলাকায়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বলেন, ‘ঝালকাঠি থেকে দগ্ধ হয়ে বঙ্কিম মজুমদার ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বঙ্কিমের শরীরের ১২ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরে গিয়েছিলেন। তবে বয়স্ক হওয়ায় নানা সমস্যায় ভুগছিলেন।’
তিনি বলেন, ‘কিডনির সমস্যার কারণে তিনবার ডায়ালাইসিস করেছিলেন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ বেড না থাকায় তাকে বার্ন ইনস্টিটিউটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। কিডনি ফেইলিওর হয়ে দুপুর আড়াইটার দিকে মারা গেছেন তিনি।’
ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে ২৩ ডিসেম্বর ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চ আগুনে পুড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭ জনের। এখনও অনেক নিখোঁজ।