বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গণতন্ত্রের বৈশ্বিক সূচকে আরও এগোল দেশ

  •    
  • ১০ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:০৯

২০২১ সালে বিশ্বজুড়ে গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি ঘটলেও আগের বছরের তুলনায় বাংলাদেশের উন্নতি ঘটেছে। ২০২০ সালের তুলনায় ২০২১-এ নাগরিক স্বাধীনতার অগ্রগতি সূচকে উন্নতিতে অবদান রেখেছে বাংলাদেশ।

গণতন্ত্রের বৈশ্বিক সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২১ সালে ৫ দশমিক ৯৯ স্কোর নিয়ে ৭৫তম স্থানে মিশ্র গণতন্ত্রের দেশের তালিকায় আছে ঢাকা।

লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বুধবার এই তালিকা প্রকাশ করে। বিশ্বের ১৬৫ দেশ ও দুটি অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি বিবেচনা করে বুধবার এ সূচক প্রকাশ করে ইআইইউ।

এতে বলা হয়েছে, ২০২১ সালে বিশ্বজুড়ে গণতান্ত্রিক পরিস্থিতির অবনতি ঘটলেও আগের বছরের তুলনায় বাংলাদেশের উন্নতি ঘটেছে। ২০২০ সালের তুলনায় ২০২১-এ নাগরিক স্বাধীনতার অগ্রগতি সূচকে উন্নতিতে অবদান রেখেছে বাংলাদেশ।

২০১৯ সালে ৫ দশমিক ৮৮ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৮০-তে। আর ২০১৮ সালে ৫ দশমিক ৫৭ স্কোর নিয়ে ৮৮তম স্থানে ছিল বাংলাদেশ।

পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে এই সূচক নির্ধারণ করা হয়। বিভিন্ন দেশ ও অঞ্চলের গণতন্ত্র পরিস্থিতি মূল্যায়ন করে ১০ স্কোরের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়।

সূচক তৈরিতে পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মিশ্র গণতন্ত্র এবং স্বৈরশাসন, এই চার ক্যাটাগরিতে ভাগ করা হয় দেশগুলোকে।

কোনো দেশের গড় স্কোর ৮-এর বেশি হলে পূর্ণ গণতন্ত্র। ৬-৮ হলে ত্রুটিপূর্ণ, ৪-৬ হলে মিশ্র এবং ৪-এর নিচে স্কোর হলে সেই দেশে স্বৈরশাসন চলছে বলে ধরা হয়।

ইআইইউ বলছে, ২০২১ সালে বিশ্বের মাত্র ৪৫ দশমিক ৭ শতাংশ মানুষ গণতান্ত্রিক শাসনব্যবস্থার অধীনে ছিল৷ ২০২০ সালে সংখ্যাটা ৪৯ দশমিক ৪ শতাংশ৷

অর্থাৎ গণতন্ত্রের অবস্থা আরও দুর্বল হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি৷ অন্যদিকে বাড়ছে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার প্রতি সমর্থন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতন্ত্রের বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। তালিকায় ভারত ৪৬ আর শ্রীলঙ্কা ৬৭তম স্থানে। আর পাকিস্তান ১০৪ ও মিয়ানমার ১৬৬তম।

সূচকে ৯ দশমিক ৭৫ স্কোর নিয়ে গত বছরের মতো সবার ওপরে আছে নরওয়ে। ৯ দশমিক ৩৭ স্কোর নিয়ে নিউজিল্যান্ড দ্বিতীয় এবং ৯ দশমিক ২৭ স্কোর নিয়ে ফিনল্যান্ড আছে তৃতীয় স্থানে।

‘ত্রুটিপূর্ণ গণতন্ত্রের’ দেশের তালিকায় স্থান হয়েছে যুক্তরাষ্ট্রের। তলানিতে রয়েছে আফগানিস্তান।

এ ছাড়া সবচেয়ে কম গণতন্ত্র থাকা দেশগুলোর মধ্যে আছে উত্তর কোরিয়া, লাওস, চীন, কম্বোডিয়া, ভিয়েতনাম, নেপাল ও হংকং।

এ বিভাগের আরো খবর