নেত্রকোনার দুর্গাপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত দেড়টার দিকে তিনি মারা যান।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের পলাশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৪০ বছরের চান মিয়া দুর্গাপুর পৌর এলাকার বালিকান্দি গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে অটোরিকশাচালক ৩০ বছরের নূর আলমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং যাত্রী ৩৫ বছরের হলুদ মিয়াকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মীর মাহাবুবুর রহমান।
স্থানীয়দের বরাতে ওসি জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। পথে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের পলাশকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে যাত্রী চান মিয়া, হলুদ মিয়া ও চালক নূর আলম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে রাত দেড়টার দিকে চান মিয়া মারা যান।
অবস্থা সংকটাপন্ন হওয়ায় হলুদ মিয়াকে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ওসি বলেন, ‘এ ঘটনায় ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। মরদেহ এখনও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’