মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের নয় দিন পর সংরক্ষিত এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বাউশিয়া এলাকায় নাবিস্কোর কারখানার কাঠবাগান থেকে বুধবার দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
জাহিদ হোসেন নামের ২২ বছর বয়সী ওই যুবকের বাড়ি পাশের টেঙ্গারচর ইউনিয়নের টেঙ্গারচর গ্রামে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দীন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদের পরিবারের সদস্যরা জানান, জাহিদের ৪ ফেব্রুয়ারি সেনাবাহিনীতে যোগ দেয়ার কথা ছিল। ৩১ জানুয়ারি সকালে তিনি ব্যায়ামের জন্য বাসা থেকে বের হন। এরপর ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। না পেয়ে ২ ফেব্রুয়ারি তারা গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
রইছ উদ্দীন বলেন, ‘বুধবার দুপুরে স্থানীয় লোকজন মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি চার থেকে পাঁচ দিন পুরোনো। দেহে পচন ধরেছে। তাই আঘাত আছে কি না বোঝা যাচ্ছে না।’
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে জাহিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।