সাতক্ষীরার শ্যামনগরে কৈখালি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে
উপজেলার ভেটখালি বাজার এলাকা থেকে বুধবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে শ্যামনগর থানা পুলিশ।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান আব্দুর রহিমের বিরুদ্ধে আদালত থেকে ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’
এ দিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার মুক্তি চেয়ে স্থানীয়রা বিক্ষোভ করেন।
স্থানীয়দের দাবি, চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলা সব মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তাকে ফাঁসাতে বিরোধী এসব মামলা করেছে। তাই সাজানো মামলায় চেয়ারম্যানকে গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
ওসি শহিদুল ইসলাম বলেন, ‘একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিও তিনি। দীর্ঘদিন পলাতক ছিলেন। পুলিশ তাকে খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’