চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার সরকারি ওষুধ পাচারের ঘটনা খতিয়ে দেখতে মাঠে নামছে তদন্ত কমিটি।
বুধবার দুপুরে তারা তদন্তের কর্মপদ্ধতি ঠিক করবেন। মঙ্গলবার রাতে সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মতিউর রহমানকে প্রধান করে চার সদস্যের এই কমিটি করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘হাসপাতাল থেকে ওষুধ পাচারের অভিযোগে স্টোর অফিসার হুমায়ুন কবির নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। আমরাও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক মতিউর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি করেছি।
‘এ ঘটনায় হাসপাতালের আর কেউ জড়িত কি না সেটি খতিয়ে দেখবে কমিটি। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বুধবার দুপুরের পর তারা বসে তদন্তের কর্মপদ্ধতি ঠিক করবেন।’
এর আগে সোমবার দুপুর ৩টার দিকে মেডিক্যাল গোলচত্বর থেকে হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিক্স বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী আশু চক্রবর্তী ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া একই ওয়ার্ডের ওয়ার্ডবয় মোহাম্মদ সৈয়দকে ওষুধসহ আটক করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, তাদের দুজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর মঙ্গলবার বিকেলে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হলে বিচারক এক দিন রিমান্ডে দেন।