ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরদিনও সংঘাত থামেনি সাতকানিয়ায়। এবার প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন দুজন। আহতরা নির্বাচিত ইউপি চেয়ারম্যানের সমর্থক।
কাঞ্চনা ইউনিয়নের কেদারহাট সড়কে মঙ্গলবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন ৫০ বছরের মো. কামরুল ইসলাম ও ৪০ বছরের নূর হোসেন। বর্তমানে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে এ ঘটনায় ফরহাদ নামের একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
নিউজবাংলাকে মঙ্গলবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।
তিনি বলেন, ‘কাঞ্চনায় দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তারা নির্বাচিত চেয়ারম্যান রমজান আলীর সমর্থক।’
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে রমজান আলী ও তার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ওই দুজন গুলিবিদ্ধ হন।
আহতরা জানান, তাদের শর্টগান দিয়ে গুলি করা হয়। হামলাকারী অতর্কিত হামলা করেই পালিয়ে যায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, আহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
হামলার ঘটনায় নির্বাচিত কাঞ্চনার ইউপি চেয়ারম্যান রমজান আলী অভিযোগ করেন, বিদ্রোহী পরাজিত প্রার্থী মাঈন উদ্দিন হাসানের লোকেরা এ হামলা করেছে।
তবে এ বিষয়ে মাঈন উদ্দিন হাসানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।