দেশে দিন ও রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন কিছুটা বাড়বে। আবহাওয়া শুষ্ক থাকবে এবং শৈতপ্রবাহের কবলে পড়া এলাকায়ও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। আগামী ৭২ ঘণ্টায় দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক নিউজবাংলাকে বলেন, ‘আগামী ৭২ ঘণ্টা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকাগুলোতেও পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুঙ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে।
দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা ও মৌলভীবাজার জেলা এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা প্রশমিত হতে পারে।