কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর কুটি পাড়া গ্রামে।
মৃতরা হলেন এমদাদুল হক ও তার নাতি রাকেশ মিয়া।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার বিকেলে পাশের বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে নিজের পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে যান এমদাদুল হক। সংযোগ দেয়া বিদ্যুতের তারে ত্রুটি থাকায় পানিতে নামলে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় নাতি রাকেশ দাদাকে ধরতে এগিয়ে গেলে সেও বিদ্যুতায়িত হয়।
পরিবারের অন্য সদস্যের চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন, তিলাই ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান।
ওসি আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।