ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রওশন আলী নিজ নামে বিভাগে একটি ট্রাস্ট ফান্ড গঠন করেছেন।
ফান্ডটি প্রতিষ্ঠার জন্য মঙ্গলবার বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের কাছে ২৫ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন অধ্যাপক রওশন আলী।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে মনোবিজ্ঞান বিভাগে প্রতি শিক্ষাবর্ষে সর্বোচ্চ জিপিএ/সিজিপিএ প্রাপ্ত দুই জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে এবং এমএস-এর তিনটি শাখার সর্বোচ্চ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীর প্রত্যেককে দশ হাজার টাকা করে বৃত্তি দেয়া হবে।
এছাড়া প্রতি তিন মাস পর অধ্যাপক ড. মোহাম্মদ রওশন আলী মেমোরিয়াল লেকচার সিরিজ আয়োজন করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নাম করা পণ্ডিত গবেষকরা সেই সিরিজে বক্তব্য রাখবেন।
চেক হস্তানন্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম. মাহবুব হাসান। এছাড়া বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।